সাটুরিয়া প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শাহআলম বাবু মাষ্টার। গত বুধবার (১২ ই সেপ্টেম্বর) উপজেলা পরিষদে ৯টি ইউনিয়নের মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. রফিকুল ইসলাম মল্লিক ২৮ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেছেন।
মো. শাহআালম বাবু মাষ্টার সে বালিয়াটীর বালিয়াটীর কৃতি সন্তান ও বালিয়াটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মৃত. আফাজ উদ্দিন মাষ্টারের সুযোগ্য পুত্র। মো. শাহআালম বাবু মাষ্টার ১৯৯৮ সালে বালিয়াটী দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। এর পর ধামরাই উপজেলার আমছিমুর সেসিপ মডেল উচ্চ বিদ্যলয়ে সহকারী শিক্ষকতার পর বর্তমানে একই উপজেলার মুন্সিচরের নিকলা জে এ হক উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।
তিনি দুই বার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ম্যনেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে সরাসরি জড়িত।
মো. শাহালম বাবু মাষ্টার বলেন, আমি বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি সাটুরিয়া উপজেলা বাসীর নিকট কৃতজ্ঞ। আমার ১ম কাজ হচ্ছে বিআরডিবির অধীনে কৃষক সমিতি, বিত্তহীন মহিলা, পুরুষ সমিতি এবং গভীর ডিপ টিওবয়েল এর আওতাভুক্ত সকল সমবায় সমিতি কে বর্তমান ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করব।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৩ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন: