সাটুরিয়া প্রতিনিধি, ৩ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সরকার কে পুলিশ আটক করেছে।
সাটুরিয়া থানা পুলিশ শনিবার সকাল ১০ টার দিকে তার নিজ বাড়ি থেকে নাশকতার মামালায় আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসর্চাজ ইনচার্জ মো. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আবুল বাশার সরকার সাটুরিয়া ইউনিয়নের একধিক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গেল ইউপি নির্বাচনে তিনি ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করে হেড়ে যান। এ বছর নাশকতার মামলায় তিনি একবার আটক হয়ে জেলে ছিলেন। এ মামলা নিয়ে তার নামে মোট ৪ টি নাশকতার মামলা রয়েছে।
সাটুরিয়া থানার অফিসর্চাজ ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার সরকারে বিরুদ্ধে ৪ টি নাশকতার মামলা রয়েছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ৩ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: