টিভিগুলো নেওয়াজকে “দোষী “বলছে কেন!

একাত্তর টিভি এবং ডিবিসি টিভি স্ক্রলে দেখাচ্ছে,পানামা পেপার্স দুর্ণীতির মামলায় “দোষী ” হওয়ায় নেওয়াজ শরীফের পদত্যাগ।
আসলেই কি আদালতের রায়ে “দোষী “হয়েছেন নেওয়াজ শরীফ? না।

প্রাথমিক তদন্তে দুর্ণীতির সাথে তার সংশ্লিষ্টতা মিলেছে। এরই জেরে আদালত
নেওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে নেওয়াজ এবং তার সন্তানদের
বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে। আবার বলি সুপ্রিমকোর্ট মামলার নির্দেশ
দিয়েছে,মামলার রায়ে দোষী বলেনি।

এখন প্রশ্ন আমাদের টিভিগুলো নেওয়াজকে “দোষী “বলছে কেন!

খুব সূক্ষ কারণ এবং শরম এড়াতেই এমন শিরোনাম। পানামা পেপার্স কেলেঙ্কারীতে
আমাদেরও ডজন চারেকের নাম এসেছিল। আমরা তা আমলেই নেই নি। ভুল বললাম নাতো!

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

আরো পড়ুুন