সাটুরিয়া প্রতিনিধিঃ জমি সংক্রান্তের জের ধরে জয়নব বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় পুলিশ নয়নতার নামে এক নারীকে শুক্রবার রাতে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার কমলপুর গ্রামে।
সাটুরিয়া থানা পুলিশ জানায় উপজেলার কমলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মিলন হোসেন তার বসত বাডিতে স্যানেটারী টয়লেটে চাক ও খুটি কারখানার ব্যবসা করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ লুৎফর রহমান, তার স্ত্রী নয়নতারার ছেলে নাঈম হোসেনসহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই কারখানা জবর দখল দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে দুধর্ষ নারী নয়নতারা ও তার স্বামী লুৎফর রহমান ধারালো দা দিয়ে জয়নবের মাথায় কুপিয়ে মারাত্বক জখম করে। এ সময় কারাখানার বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জয়নব বেগমের স্বামী মিলন জানান, তার স্ত্রীর দুচোখ দিয়ে কিছু দেখেন না। মাথার মধ্যে ধারালো দ্যা দিয়ে কুপালে সে চোখে দেখে না। তাকে প্রথমে সাটুরিয়া হাসপাতালে নিলে জরুরী বিভাগ উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। সে আরো জানায়, তার স্ত্রীর চিকিৎসার ব্যায় করার মতো টাকা নেই। এখন সে মানুষের কাছে তার স্ত্রীর জন্য সাহার্য তোলা ছাড়া আর কোন উপায় নেই এই দিন মুজুরের।
সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুল রহমান বলেন, গৃহবধূ জয়নবকে কুপিয়ে জখম করার দায়ে তাৎক্ষনিক নয়নতারা কে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। অন্যন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: