সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়ার জান্না বাজারে বুধবার বিকালে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহা ব্যাবস্থাপক মো. আজাদুল ইসলাম উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধণ করেন।
আলোচনা সভায় অগ্রণী ব্যাংক সাটুরিয়া শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মানিকগঞ্জ অঞ্চলের শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ফুকুরহাটি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক, এজেন্ট ব্যাংকের ব্যাবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমানসহ আরও অনেকে।
ফকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট উদ্ধোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষকসহ ৩ শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: