সাটুরিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ অক্টোবর:

মুজিবর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি“ এই শ্লোগান নিয়ে মনিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।

সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহরিয়ার মাহমুদ রঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপপজেলা প্রকৌশলী এ, এফ এম তৈয়াবুর রহমান, বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয় ষ্টেষন অফিসার খান এ আলম, সাংবাদিক লুৎফর রহমানসহ আরও অনেকে।

পরে উপজেলা পরিষদ চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন