মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ নভেম্বর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণমুক্ত সোনার বাংলা গড়তে ৭২ এর সংবিধান বাস্তবায়নের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, জেলা জাসদের সভাপতি আসলাম খান বাবু, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,৭২-এর চার মূলনীতির মাধ্যমেই সকল নাগরিকের মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। স্বাধীনতার চেতনার সাথে যে সকল শক্তির একনিষ্ঠতা আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে এই সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
মানিকগঞ্জ৪/ হা.ফ/ ৪ নভেম্বর ২০২২।