৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারনে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট

শিবালয় প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:

টানা ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারনে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব যানজট, পারা পারের অপেক্ষায় ১২ শ যানবাহন।

ফলে শীতের মধ্যে যানবাহন শ্রমিক এবং হাজার হাজার যাত্রীরা ঘন্টা ঘন্টার পর বসে থেকেই ফেরিতে উঠতে পারছেন না। ফলে চরম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ছোট বড় মিলে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারা করা হচ্ছে। বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৩ দিনের ছুটি ও ফেরি সংকটের কারনে উভয় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছেন, পাটুরিয়া প্রান্তে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শতাধিক যাত্রীবাহী বাস, ৪ শতাধিক ছোট যানবাহন এবং উথুলি সংযোগ মোড় ও ট্রার্মিনাল ও মহাসড়কে ৭ শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, অগ্রাধিকার ভিত্তিত্তে ছোট যানবাহন ও যাত্রীবাহী বাস পারা পার করা হচ্ছে। ঘাটের চাপ এড়াতে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্র্রাক আটকে রাখা হয়েছে। ঘাটের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাক গুলি ছেড়ে দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২১।

আরো পড়ুুন