মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ জুলাই:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জের ৩টি উপজেলার সাতটি এলাকা ১৯ দিন পার ‘রেড জোন’ থেকে ইয়েলো জোন আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে। শনিবার বিকেলে করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ জোন থেকে আজ ৪ জুলাই পর্যন্ত এ ১৯ দিন রেড জোন পড়াতে উল্লিখিত এলাকার সকল শপিংমল বন্ধ ছিল। মানিকগঞ্জ জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছিলেন।
রেড জোনভুক্ত এলাকাগুলো ছিল মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধরপট্টি ও পশ্চিম দাশড়া; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রেড জোনভুক্ত এলাকাগুলোতে প্রথম পর্যায়ে ৮৭ জন রোগী থাকলেও পরে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়। ১৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১৯ দিন ঘোষিত রেড জোন এলাকায় লকডাউন কার্যকর করা হয়। এ সময়কালে মোট সংক্রমিত ১২৯ জনের মধ্যে ১০১ জন সুস্থ হয়ে ওঠেন। এর পরিপ্রেক্ষিতে রেড জোনভুক্ত ওই সাতটি এলাকাকে ইয়েলো জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়। বর্তমানে ২৮ জন সংক্রমিত ব্যক্তি নিজ নিজ বাসায় চিকিৎসাধীন
আছেন।
করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেড জোন থেকে ইয়েলো জোনে উন্নীত হওয়ায় রোববার থেকে জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জুলাই ২০২০।