সাটুরিয়া প্রতিনিধি, ১৬ মে:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ২য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। গেল ১৩ মে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচন। ১৭ প্রাথীদেও প্রচারণায় মুখর হয়ে উঠেছে সাটুরিয়ার জনপদ। মনোনয়ন প্রত্যাহেরর শেষ দিন বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও বিএনপি নেতা সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন উপজেলা চেয়ারম্যান পদ থেকে মনোননয় পত্যাহার এবং মনোনয়ন জমা দেবার কয়কেদিন আগে মাঠে থাকা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন নির্বাচন থেকে সওে গেলে ভোটের চিতই পাল্টে গেছে। এখন ভোর থেকে গভীর রাত পযন্ত ভেটারদের বাড়ি বাড়ি ছুটছে প্রাথীরা।
সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সাটুরিয়া উপজেলা টি ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৭৬ হাজার ২ শত ২৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ ভোট। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ ভোট।
সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাটে এবং গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে। প্রর্থী নিজে, তাদের স্বজন ও সমর্থকদের টিম সরাসরি ভোট প্রচারণা ছাড়াও চলছে ডিজিটাল মাইকিং। এসব মাইকে বাহারি গান ও প্রতিশ্রুতি স্বম্বলিত মূলক চালাচ্ছেন প্রচারণা। অপরদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা।
এদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতা দুই বারের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ সোহরাব হোসেন এবং বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন নির্বাচন থেকে সরে দারালে এখন লড়াই চলছে ৬ প্রাথীর মধ্যে। এদের মধ্যে ৪ জন আওয়ামী লীগের একজন জাসদ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আরেকজন পিরজাদার সাথে চলছে লড়াই।
সাধারণ ভোটারগণ সাথে বিএনপির সমর্থকরা চলতি বছরের জাতীয় নির্বাচনের মত বর্জন করলে, এবার ও ভোটার উপস্থিতি খড়ায় ভোগবে বলে দাবী করছেন নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্টরা। এর মধ্যে সাটুরিয়ায় শুরু হয়েছে বোরো ধান মারাইয়ের কাজ। নির্বাচনের সময় ধান মারাই শেষ না হলে ভোটার উপস্থিতি বাড়বে।
এদিকে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী না থাকলেও পুুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী ভোটের মাঠে সক্রিয় রয়েছে। সাধারণ ভোটারগণ মনে করছেন তাদের জয়ী হওয়ার সম্ভবনাই বেশী।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা ও ৩য় ধাপে নির্বাচনে সাটুরিয়া চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।
সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, ঘোড়া মার্কা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, মোটর সাইকেল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, আনারস, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, কাপ পিরিচ, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, হেলি কপ্টার এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা সোহেল রানা মাইক, সাটুরিয়া উপজেলা জাসদের যুগ্ন আহবায়ক ফয়েজ আহম্মেদ, টিয়া পাখি, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, তালা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, চশমা, সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আঃ মাজেদ, উড়োজাহাজ, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল হাসান খোকন টিউবওয়েল এবং অধ্যক্ষ মো. ইসহাক বই প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা মুন্নি আক্তার, প্রজাপতি, সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার, হাঁস, আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ফুটবল এবং সাটুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বেগম কলস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আগামী ২৯ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে ৬০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ মে ২০২৪।