হরিরামপুর প্রতিনিধি, ১২ আগষ্ট:
জেলার হরিরাপমুরে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে দুই কোচিং সেন্টারের শিক্ষকসহ ৮ ব্যক্তিকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ও লেছড়াগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে সুজিত সরকার ও নুরুল ইসলাম নামের দুই শিক্ষককে সাত হাজার টাকা আর মাস্ক না পরে বাইরে চলাফেরা করার দায়ে আরো ৬ ব্যক্তিকে ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ আগষ্ট ২০২০।