হরিরামপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

হরিরামপুর প্রতিনিধি, ২৩ জুলাই

মানিকগঞ্জের হরিরামপুরে সাপের কামড়ে লতিফা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত লতিফা বেগম (৪০) মধ্যে ধুসুরিয়া গ্রামের কাজিম উদ্দিনের স্ত্রী।

গালা ইউপি চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মশারি টাঙ্গিয়ে বিছানাতে শুয়ে ছিলো লতিফা বেগম। পরে বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। তাকে উদ্ধার করে পাশের গ্রামের এক ওঝার কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। পরে সকালে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুলাই ২০২০।

আরো পড়ুুন