হারিরামপুর প্রতিনিধি: ২৯ জানুয়ারী
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হরিরামপুর উপজেলার মানিকনগর, গালা ও গোপীনাথপুর ইউনিয়েনে ২ সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে এসব চাদর বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন দুলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. লুৎফর রহমান, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আজাহার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা বলেন, হরিরামপুর পদ্মানদী বেষ্টিত একটি উপজেলা। তাই এখানে শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত প্রয়োজন ছিলো। বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও এসব এলাকায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ জানুয়রি ২০২১।