মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ নভেম্বর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাকের উপজেলা কার্যালয়ে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মিঞা কাশফি নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন- হরিরামপুর ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অফিসার হিতেস কুমার রায়, প্রগতি প্রোগ্রামের এরিয়া ম্যানেজার শাহাবুদ্দিন, শাখা ব্যপস্থাপক (দাবি) হরিদাস কুন্ডু প্রমুখ।
ওয়ার্কশপে বিভিন্নভাবে অসহায় দরিদ্র, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার নারীদের অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ নভেম্বর ২০২০।