হরিরামপুর প্রতিনিধি, ২১ জুলাই:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ১৫০ জন বন্যা দুর্গত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় ০৪ টি পরিবারের মধ্যে ১ বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকাও তুলে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর গ্রামে প্রধানমন্ত্রীর পক্ষে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, হরিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিম খান, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস উদ্দিন গাজীসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ জুলাই ২০২০।