হরিরামপুর প্রতিনিধি, ১৯ আগষ্ট:
জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৩ টি ফার্মেসিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে তিন ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড ও আদায় করেন।
লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্স নবায়ন না করে ঔষুধ বিক্রয় করার অপরাধে প্রতিমা ফার্মেসির মালিক আনন্দ রাজবংশীকে ৮ হাজার, মেসার্স নাসিমা ক্লিনিকের আব্দুল মান্নানকে ৫ হাজার এবং মেয়াদ উওীর্ণ ঔষধ বিক্রির অপরাধে প্রশান্ত মেডিকেল স্টোরের মালিক তপন কুন্ডু কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মাস্ক না ব্যবহার করে স্বাস্থ্যবিধি লংঘন করায় চার পথচারীকে ৩ হাজার ৬ শত অর্থদন্ড দেন।
এসময় হরিরামপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ আগষ্ট ২০২০।