হরিরামপুর প্রতিনিধি, ১৪ অক্টোবর
মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে হরিরামপুরে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার মহিউদ্দীন-কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ করেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা পরিষদের সদস্য শামীমা আক্তারসহ আরও অনেকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে এই গাছের চারা বিতরণ কার্যক্রম হাতে নেয় জেলা পরিষদ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ অক্টোবর ২০২০।