হরিরামপুরের দূর্গম চরে ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

হরিরামপুর প্রতিনিধি, ৩০ জানুয়ারি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দূর্গম চর আজিমনগরে ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়নের আ‘লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর খানের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

শনিবার দুপুরে আকবর আলী খানের নিজ বাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।

এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন ভুনু, বিশিষ্ট শিল্পপতি আইয়ুব খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, আ‘লীগ নেতা শামীম হাজারি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আজিমনগর ইউনিয়নের বিভিন্ন চরের ৫ হাজার মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জানুয়ারি ২০২১।

আরো পড়ুুন