হরগজে বই বিতরণ করলেন শাবানা মালেক

সাটুরিয় প্রতিনিধি, ১ জানুয়ারি:

জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সহধর্মিনী শাবানা মালেক।

প্রধান শিক্ষক বজলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ খ ম নূরুল হক, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ আরও অনেকেই।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত কর্মকর্তা ফারুক আহমেদ, সাটুরিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তানভির হোসেন খান মুহিত, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্ধ, ছাত্র- ছাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার ৭ টি উপজেলা, দুটি পৌরসভা এবং ৬৫ টি ইউনিয়নে এক যোগে বিবিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জানুয়ারী ২০২৩।

আরো পড়ুুন