মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ মে:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এর ‘মা’ ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠে শুক্রবার সকাল ১০ টা জানাযার নামাজ শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে স্বামী কর্নেল মালেকের কবরের পাশেই দাফন করা হয়েছে।
এর আগে সকাল ৯টার দিকে সাটুরিয়ার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের ২য় এবং বৃহস্পতিবার রাত ৯ টায় রাজধানীর বারিধারা বাসভবনে মরহুমার ১ম জানাযা অনুষ্ঠিত হয়।
ফৌজিয়া মালেকের জন্মস্থান হরগজ ঈদ গা মাঠে জানাযার পূর্বে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মরহুমার ২য় জানাযায় অংশ গ্রহণ করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জের মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান আজম আপেল, সাটুরিয়ার সাবেক সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আ খ ম নূরুল হক, বসির উদ্দিন ঠান্ডু, উপজেলা আওযামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো.আফাজ উদ্দিন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জন সাধারণ।
উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র মাতা ফৌজিয়া মালেক বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। মৃত্যু কালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মে ২০২১।