স্বাস্থ্যমন্ত্রীর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালিয়াটিতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ জুলাই:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পিতা কর্ণেল অবঃ এ মালেক এর ২১ তম মৃত্যুবার্ষিকী এবং সদ্য প্রয়াত মাতা ফৌজিয়া মালেক এর রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাটুরিয়া উপজেলার বালিয়াটি দাখিল মাদ্রাসার মসজিদে দোয়ার মাহফিলের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটি দাখিল মাদ্রসার সুপার মাওলানা লিয়াকত আলী।

এসময় সাবেক যুবলীগ নেতা বাবুল হোসেন ছাড়াও, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য কর্ণেল অবঃ এ মালেক ঢাকা সিটির সাবেক মেয়র, সাবেক সফল মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পিতা কর্ণেল অবঃ এ মালেক এর ২১ তম মৃত্যুবার্ষিকী এবং সদ্য প্রায়াত মাতা ফৌজিয়া মালেক এর রুহের মাগফিরাত উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ৮টি এবং সাটুরিয়ার ৯টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় বিশেষ দোয়ার মাহফিল অনু্িষ্ঠত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২১।

আরো পড়ুুন