শিবালয় প্রতিনিধি, ৭ আগস্ট:
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা- আরিচা মহাসড়কের বিভিন্ন বাস চালক, সহযোগী চালকদের ১৫ টি মামলা দিয়ে ৪২ হাজার টাকা জরিমাণা আদায় করা হয়েছে। এর পরও স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ করা যাচ্ছে না।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ- পশ্চিম অঞ্চলে ২১ জেলার মানুষ। শুক্রবার সকাল থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা ঢাকা- আরিচা মহাসড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করছে।
শুক্রবার দুপুর ২- ৫ টা পর্যন্ত ঢাকা- আরিচা মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সড়কের নির্ধারিত ৯-১০টি যাত্রীবাহী পরিবহন ছাড়াও ঢাকার বিভিন্ন সড়কের বাস চলাচল করছে। ধামরাইয়ের ডি লিংক, বি আরটিসির দ্বিতল বসসহ অন্তত আরও ৫-৬ টি সড়কের বাস পাটুরিয়া থেকে গাবতুলি ট্রিপ দিচ্ছেন।
এসব কোন বাসেই স্বাস্থ্য বিধি মানছেন না। এক সিট খালি রেখে যাত্রী উঠানোর কথা থাকলেও তা মানছেন ন। পাটুরিয়া থেকে গাবতুলি পর্যন্ত ৩০০- ৩৫০ টাকা ভাড়া নিচ্ছেন। অথচ সব সিট ছাড়াও দ্বারিয়েও যাত্রী নিচ্ছেন।
ঢাকাগামী সাইদুর রহমান বলেন, মাগুরা থেকে পাটুরিয়া আসছি। এর পর সেলফি পরিবহনে গাবতুলি যাচ্ছি ৩ শত টাকা দিয়ে। তাও আবার শারিরীক দুরত্ব মানা হচ্ছে না।
ডি লিংক নামে ধামরাই অঞ্চলের বাস চালক মামুন বলেন, ভাই ঈদ মৌসুম তাই পাটুরিয়া থেকে ঢাকায় যাচ্ছি।
এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, শুক্রবার সকাল থেকে সাড়ে ৬ টা পর্যন্ত পাটুরিয়া থেকে শিবালয় উপজেলা এরিয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ হাজার টাকা জরিমাণা আদায় করা হয়েছে। সেই সাথে ১৫ জন চালক ও সহযোগী চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ আগস্ট ২০২০।