স্কুল খুলে দিলে সমস্যা হবে না, মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি , ১২ ফেব্রুয়ারি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল খোলার বিষয়টি শিক্ষা মন্ত্রনালয় ও সরকার সিদ্ধান্ত নেবে। এখন যেহেতু করোনা কমে আসছে তাই স্কুল খুললে কোন সমস্যা হবে না। আরো একটি আশ্বস্তের জায়গা হলো স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে প্রায় ২৮ লক্ষ ছেলে মেয়েদের বুস্টার ডোজও দেওয়া হয়েছে। তাই স্কুল খুলে দিলে আশা রাখি সমস্যা হবে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলার ডাক্তার ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের দেশে যাদেরকে টিকা দেওয়ার অনুমতি রয়েছে তাদের সংখ্যা ১১ কোটি ৫৫ লক্ষ। এর মধ্যে ১০ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে অর্থাৎ ৮৬ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। স্কুল-কলেজের যে সমস্ত ছেলে-মেয়েরা এখনো টিকা নেয়নি তারা যেন দ্রুত সময়ের মধ্যে টিকা নিয়ে নেয়। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন।

এসময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমান উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ ফেব্রুয়ারি ২০২২।

আরো পড়ুুন