মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর
সভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার বেলা ১০ টার দিকে শহরের শহীদ রফিক চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সুজন, বারসিক, জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামসহ বিভিন্ন সংগঠন।
এতে বক্তব্য রাখেন অ্যাডভোকে দীপক ষোষসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা নীলা রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
প্রসঙ্গত, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে মিজানুর রহমান নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। সে তার বাবা-মায়ের সাথে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ সেপ্টেম্বর ২০২০।