সোয়া ১০ ঘন্টা পর পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শিবালয় প্রতিনিধি, ১৮ জানুয়ারী:

ঘন কুয়াশায় কারনে সোয়া ১০ ঘন্টা বন্ধ থাকার সোমবার সকাল ১০ টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রবিবার রাত পৌনে বারো টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট এলাকায় ৭ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত পোনে ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল ১০ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এসময় যাত্রী ও পরিবহণ নিয়ে মাঝ নদীতে আটকে থাকা ৬টি ফেরি ঘাটে আসতে সক্ষম হয়।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেট রাকিব হোসেন বলেন, দীর্ঘ সোয়া ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব যানজট, সোমবার সকাল ১১ টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট এলকায় ২ শতাধিক যাত্রীবাী বাস, শতাধিক ব্যক্তিগত যানবাহন, ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরও ২ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

দীর্ঘ সোয়া ১০ ঘন্টা বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন উভয় ঘাটে আটকে পরা যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। এই নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬ টি ফেরি দিয়ে অগ্রাধিকারের ভিত্তিত্বে যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত যানবাহন এবং জুরুরী কাচা পণ্যবাহী ট্রাক পারা পার করা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জানুয়ারী ২০২১।

আরো পড়ুুন