সুশান্তের শোকে এখনো বিহ্বল ধোনি

বিনোদন ডেস্ক, ২৪ জুন:

রিল ‘মাহি’ নেই! এই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি রিয়েল ‘মাহি’। সুশান্ত সিংহ রাজপুতের না থাকা নিয়ে বলিউডি দ্বন্দ্ব, মাত্র ৩৪ বছরেই এই তারার অপমৃত্যু মেনে নিতে না পারা নিয়ে সোশ্যালে সবাই যখন মুখর তখন অদ্ভুত নীরব মহেন্দ্র সিং ধোনি।

অথচ তার বায়োপিকে অভিনয় করেই সুশান্ত অতি দ্রুত তকমা পেয়েছিলেন ‘ভালো অভিনেতা’র। বায়োপিকের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে উঠেছেন, বসেছেন তারা। তার পরেও এই নীরবতা?

বিষয়টি যে সুশান্ত অনুরাগীদের মনে প্রশ্নচিহ্ন আঁকবে সেটা আঁচ করেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের হয়ে মুখ খুললেন ‘ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’র পরিচালক নীরজ পাণ্ডে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর খবর কানে যেতেই ভেঙে পড়েন ধোনি। এমনিতেই ‘মি. কুল’ হিসেবে পরিচিত ধোনি কম কথার মানুষ। তার ছায়া হঠাৎ ‘নেই’ শোনার পরে নিজেকে সবকিছু থেকে আরও গুটিয়ে নেন হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত এই ক্রিকেটার। কারণ, তার এই শটটিও ছবিতে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তার ছায়া!

শুধু ধোনি নন, নীরজ যোগাযোগ করেছিলেন মাহির ঘনিষ্ঠ বন্ধু মিহির দিবাকর, অরুণ পাণ্ডের সঙ্গেও। তারাও জানিয়েছেন, ‘এই মৃত্যু মেনে নেওয়া যায় না। কী ভীষণ প্রাণবন্ত ছিল ছেলেটি। সারাক্ষণ মাহির সঙ্গে যেন লেপ্টে থাকত। ছ’মাস ধরে কিট বয়েছে, ক্রিকেটকে জানবে বলে। কী করে মাহি ভুলবে তার পর্দার রেপ্লিকাকে?’

সিনে দুনিয়ার আকাশ থেকে তারা খসা নতুন নয়। কিন্তু সুশান্ত সিংহ রাজপুত নিজের ক্যারিশ্মায় মাত্র সাত বছরে যে জায়গায় নিজেকে তুলে নিয়ে এসেছিলেন, একসপ্তাহ পরেও তার অভাব ভুলতে পারছে না দেশ। নীরজ পাণ্ডের দাবি, সেই দলে ক্রিকেটার ধোনিও। যিনি এই আনটোল্ড স্টোরি দেখার জন্য একটুও প্রস্তুত ছিলেন না।

মানিকগঞ্জ২৪/ বিনোদন ডেস্ক/ ২৪ জুন ২০২০।

আরো পড়ুুন