নিজস্ব প্রতিবেদক, ৯ ডিসেম্বর:
জাতীয়পার্টি নেতা হাসান মঞ্জুর বলেছেন, সুন্দর সমাজ গড়তে ভাল ছাত্র হতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে কোন পুঁজি লাগে-না, আর এসব ছাত্রকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন জাতীয়পার্টির এই নেতা।
নোয়াখালী সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় হাসান মঞ্জুর অতিথির ন্যায় আগামীতেও এলাকার হতদরিদ্র মানেষের পাশে থাকার আশ্বাস দেন।
দুপুরে আইডিয়াল হাই স্কুলের মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে সেনবাগ পাঠাগার কর্তৃক আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এসময় সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, সেনবাগ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ,জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দীনসহ আরো অনেকেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ ডিসেম্বর ২০২৩।