মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ নভেম্বর
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে দারুল আজহার মডেল মাদ্রাসা আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারী দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সাইদুস সাকলাইন, পিজি হাসপাতালের ডাক্তার এমদাদুল হক, এনপিআই এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আলহাজ¦ আলেয়া রহমান, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা শেখ মাহবুবুর রহমান, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মওলানা মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২১ নভেম্বর ২০২০।