সিংগাইর প্রতিনিধি, ১৬ জুলাই:
জেলার সিঙ্গাইরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হেমায়তপুর-মানিকগঞ্জ সড়কের ঘোনাপাড়া বাসস্ট্যাণ্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর।
সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে অন্য কোথাও কে বা কাররা তাকে হত্যা করে মরদেহটি গাড়িতে করে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২০।