সিংগাইর প্রতিনিধি, ১ ডিসেম্বর:
সারা দেশের ন্যায় ৫ম দিনের মতো মানিকগঞ্জেও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি অব্যাহত রয়েছে।
সিংগাইর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো. আমান উল্লাহ আমান, সহ-সভাপতি বাদল ভূইয়া, সাধারন সম্পাদক ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক রাজিব খান প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা, নিয়ো গবিধি সংশোধন করে দ্রুত বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। আর এ দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২০।