সিংগাইর প্রতিনিধি, ২৭ জুন:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল খুয়াইমুড়ি গ্রামের একটি পাটখেত থেকে লালন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
লালন মিয়া একই উপজেলার মধ্য সিংগাইর এলাকার মৃত হারুনার রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে উপজেলার পারিল খোয়াইমুড়ি এলাকার একটি পাটখেত থেকে লালনের মরদেহটি উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জুন ২০২০।