সিংগাইর প্রতিনিধি, ৪ নভেম্বর ২০২০:
মানিকগঞ্জের সিংগাইরে সুকুমার বৈদ্য নামে এক ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
উপজেলার ধল্লা বাজারে বুধবার সকালে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, সুকুমার বৈদ্য ধল্লা গ্রামের সুনীল কুমার বৈদ্যর ছেলে। ডাক্তারি পাশ না করেও নামের আগে ডাক্তার লিখে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্য মেডিকেল হল এ অভিযান চালিয়ে পল্লি চিকিৎসক সুকুমার বৈদ্যের প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এইচ এস সি ফেল সুকুমার বৈদ্য ব্যবস্থাপত্রে নামের আগে ডা. লিখে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। বি এম ডি সির সনদ আছে কিনা জানতে চাইলে তিনি জানান বি এম ডি সি সম্পর্কে তার কোন ধারণা নেই। তিনি নিজের দোষ স্বীকার করেন।
সুকুমার বৈদ্য ভবিষ্যতে এই ধরনের প্রতারণা করবেন না মর্মে লিখিত মুচলেকা দিযেছেন । পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।