অহিদুর রহমান রানা, ২০ জুন:
মানিকগঞ্জের সিংগাইরে অপরাধ নির্মূলে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিংগাইর বায়রা বাজারে বিট পুলিশীং কাযালয় উদ্ধোধন করেন সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই নজরুল ইসলাম, বায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজহার উদ্দিনসহ আরও অনেকে।
সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নিযাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে এই বিট পুলিশের কার্যালয়ে প্রথমে সমাধান করার চেষ্টা করা হবে। বিট পুলিশিং কার্যালয়ে সমস্যা সমাধান না হলে তখন থানায় স্থানান্তর করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২০।