সিংগাইর প্রতিনিধি, ২২ অক্টোবর
মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের চালক হৃদয় মিয়া, বাসের যাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী আনোয়ার বেগম ও পথচারী নিখিল। এদের মধ্যে পথচারী নিখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুজন ঘটনাস্থলে মারা গেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, বেলা আনুমানিক দুইটার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের (মেহেরপুর-জ-১১-০০০৪) একটি বাস ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় রাস্তায় থাকা পথচারী নিখিল গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ অক্টোবর ২০২০।