সিংগাইর প্রতিনিধি, ২২ নভেম্বর
মানিকগঞ্জর সিংগাইরে প্রবাসীর স্ত্রী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করছন শ্বশুর নুরুদ্দিন।
রবিবার দুপুর নুরুদ্দিন তার প্রবাসি পুত্র বউ সাজেদা (২৫) নিখোঁজের ঘটনায় থানায় জিডি করছন।
নুরুদ্দিন সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের আজিমপুর এলাকার বাসিদা। নিখোঁজ সাজেদা নুরুদ্দিনের ছেলে আবু বক্করের স্ত্রী। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।
সাধারণ ডায়রি সূত্র জানা গেছে, নুরুদ্দিনের সৌদি প্রবাসি ছেলে আবু বক্করের সাথে সাজেদার ৭ বছর আগে বিয়ে হয়। স্বামী প্রবাসী থাকলেও সাজেদা শ্বশুর বাড়ির পরিবারর সাথ থাকতন। অন্যান্য দিনের মত গত শনিবার (২১ নভম্বর) রাতে খাবার খেয়ে সাজেদা তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গৃহকর্তা নূরুদ্দিন সাজেদার ঘরের দরজা খোলা দেখতে পান। ওই ঘরের সমস্ত মালামাল ঠিকঠাক থাকলেও শুধু ছেলের স্ত্রী ঘরে নেই। বর্তমানে ছেলের বউ সাজেদার ব্যবহ্নত মোবাইল নম্বরটি বন্ধ রয়ছে বলে নূরুদ্দিন জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম জানান, প্রবাসির স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করেছে পরিবারের সদস্য।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ শে নভেম্বর ২০২০।