সিংগাইরে নৌকার ৮, বিদ্রোহী ২, বিএনপির সতন্ত্র ১ বিজয়ী

সিংগাইর প্রতিনিধি, ১১ নভেম্বর.

সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের ৮ জন, আওয়ামীলীগের বিদ্রোহী দুই জন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিষয়টি মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, বলধারা ইউনিয়নে আব্দুল মাজেদ খান, চান্দহরে শওকত হোসেন বাদল, চারিগ্রামে রিপন হোসেন, ধল্লায় শেখ জাহিদুল ইসলাম, জামসায় গাজী কামরুজ্জামান, জয়মন্টপে শাহাদৎ হোসেন, তালেবপুরে রিপন হোসেন এবং বায়রায় দেওয়ান জিন্নাহ (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়)।

নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী দুই প্রার্থী হলেন জামির্ত্তা ইউনিয়নে আবুল হোসেন (আনারস) ও শায়েস্তায় আব্দুল হালিম (আনারস)।

এছাড়া সিংগাইর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিনুর রহমান চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/১১ নভেম্বর ২০২১।

 

আরো পড়ুুন