সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেপ্তার

সিংগাইর প্রতিনিধি, ২৬ নভেম্বর

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াজুল ইসলাম (৩২) নামে এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা ব্রীজের নিকট ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজুল ঢাকার নবাবগঞ্জ উপজেলার আটকাহনিয়া গ্রামের আনছের দেওয়ানের ছেলে।

সিংগাইর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াজুলকে একটি রামদা ও লোহার পাইপসহ গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের অস্তিত্ব টের পেয়ে রিয়াজুলের ৪/৫ জন সহযোগি পালিয়ে যায়।

তিনি আরো জানান, রিয়াজুলকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। রিয়াজুলের নামে সিংগাইর ও নবাবগঞ্জ থানায় খুন, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন