সিংগাইর প্রতিনিধি, ১৩ জুলাই
মানিকগঞ্জের সিংগাইর ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ডে ইটভর্তি ট্রাক চাপায় মোস্তাফিজুর রহমান (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পার্শ্ববর্তী জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে শিশুর দাদা আকত আলীর সঙ্গে বাস্তা বাসষ্ট্যান্ডে বাজার করতে যায়। হাবীব সুপার মার্কেটের সামনে রাস্তা পার হবার সময় শিশুটিকে ঢাকাগামী ট্রাকটি চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভারস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালক ফজর আলীকে আটক করে সিংগাইর থানা পুলিশে সোপর্দ করেছে ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জুলাই ২০২০।