শিবালয় প্রতিনিধি, ৮ ডিসেম্বর:
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
মঙ্গলবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে রাত ১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে পূনরায় ফেরি চলাচল শুরু করা হবে। অগ্রাধিকারের ভিতিত্তে যাত্রীবাহী বাস পারা পার করা হচ্ছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
প্রায় সাড়ে ৮ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত যানাহন শ্রমিক, যাত্রীদের তীব্র শীতে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়েছে । এ দিকে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ ডিসেম্বর ২০২১।