মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ ফেব্রুয়রি:
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে সামছুন নাহার কমল স্মৃতি ভলিবল লীগ।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা ক্রীড়া আয়োজিত এই ভলিবল লীগের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দূর্জয়।
জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।
উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সিটি ক্লাব ২-০ সেটে মুলজান ক্লাবকে পরাজিত করে। এই লীগের মূল পর্বে ৯টি দল এবং বাছাইপর্বে ১৬টি দল অংশগ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ ফেব্রুয়ারি ২০২১।