সাবেক সংসদ সদস্য এ এম সায়েদুর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ জুলাই

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের সাবিস মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সায়েদুর রহমানের ছেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম. নাঈমুর রহমান দুর্জয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রয়াত অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের স্মৃতিচারণ করেন- সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী মিস নীনা রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,  জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ আও অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত অধ্যক্ষ সায়েদুর রহমান ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে খেলাধুলায় ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। এছাড়াও প্রয়াত সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সৈনিক থাকায় তৎকালীন মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করে মানুষের ভালবাসা অর্জন করেন। তার ছেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বাবার মত এলাকায় উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করছেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জুলাই ২০২২।

আরো পড়ুুন