মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ জানুয়ারি:
মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- পান্নু মোল্লা (৪৮), মোঃ সেলিম মিয়া ওরুফে সিলন (৩২), মোঃ জুয়েল রানা (৩৬) ও নিতাই কুমার সাহা (২৯)।
মো: নজরুল ইসলাম জানান, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রবিবার পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আধা কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গাজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ে সহযোগী মো: সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এসআই মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভান্ডারী পাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ জানুয়ারি ২০২২।