সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

সাটুরিয়া প্রতিনিধি, ২০ সেপ্টেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্টে আসে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম করোনা উপসর্গ ঠান্ডা, জ্বরে  আক্রান্ত হলে গত বৃহস্পতিবার ( ১৭ ই সেপ্টেম্বর) সাটুরিয়া হাসপাতালের মাধ্যমে নমুনা প্রদান করেন। পরে রবিবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে তিনি তার সরকারী বাসভবনে চিকিৎসাধীন আছেন। তবে তার পরিবারের অন্য সদস্যরা করেনায় আক্রান্ত হয় নি।

উল্লেখ্য সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম করোনা ভাইরাস বাংলাদেশে সনাক্ত হওয়ার পর থেকে মাঠ পর্যায়ে প্রথম সারিতে থেকে কাজ করেছেন। প্রবাসাীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। বাংলাদেশে প্রথম প্রবাসীদের কোয়ারেন্টাইন না মানার অভিযোগে অর্থদন্ড দিয়ে আলোচনায় আসেন। সেই সাথে করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে আসছিলেন। করোনায় ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রধানমন্ত্রীর মানবিক সাহায্য তালিকাসহ বিভিন্ন তালিকায় বিশেষ অবদান রেখেছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন