সাটুরিয়া প্রতিনিধি, ২১ জুলাই:
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাকে গৃহহীন – ভূমিহীনমুক্ত ঘোষণা ও জেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মোট ৩৭৩ টি ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমে যুক্ত হন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুন নাহার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, হরগজ ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ গ্রহণ করেন।
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার সদর উপজেলায় ৩০টি, সিংগাইর উপজেলায় ১৫০টি, সাটুরিয়া উপজেলায় ৭টি, শিবালয় উপজেলায় ২৮টি, ঘিওর উপজেলায় ৩০টি, হরিরামপুর উপজেলায় ৩টি এবং দৌলতপুর উপজেলায় ১২৫টি ঘর পেয়েছে ভূমিহীন পরিবার।
এ ছাড়া সাটুরিয়া উপজেলার পাশাপাশি ঘিওর উপজেলাকেও গৃহহীন – ভূমিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। সাটুরিয়ায় মোট ৫৯ এবং ঘিওর উপজেলার ১০৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে এ দুটি উপজেলা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে গৃহহীন – ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ জুলাই ২০২২।