সাটুরিয়া প্রতিনিধি, ১১ নভেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাটুরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস,এম ফেরদৌস বলেন, মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসা ছাড়ুন নইলে সাটুরিয়া ছাড়তে হবে। মাদক ব্যবসায়ী, সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। ধরতে পারলে দুই বছরের কারাদন্ড দেওয়া হবে।
তিনি আরো বলেন, সাটুরিয়া উপজেলা ভৌগলিক দিক থেকে ধামরাই, নাগরপুর, মির্জাপুর ও মানিকগঞ্জ সদরের সীমানা বেষ্টিত সাটুরিয়া উপজেলা। তাই প্রথমে সাটুরিয়া উপজেলাকে মাদকমুক্ত করা হবে। ”মুজিব বর্ষে শপথ করি, মাদক মুক্ত সাটুরিয়া গড়ি’। তিনি বলেন, যে চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশ বেশি মাদকের খবর দিবে তাকে রাষ্ট্রীয় ভাবে পুরুস্কুত করা হবে।
সভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, সদস্যা, গ্রাম পুলিশ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ নভেম্বর ২০২০।