সাটুরিয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সাটুরিয়া প্রতিনিধি, ২৬ অক্টোবর:

মানিকগঞ্জের সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু এক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি এসময় বলেন, সম্প্রতি একটি পত্রিকায় তাকে জড়িয়ে হীন উদ্দেশ্যে একটি সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় একটি মহল সে সংবাদ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।

আনোয়ার হোসেন পিন্টু বলেন, ১৯৯৮ সালে আমার বাড়ির পাশে একটি জমি ক্রয় করি। তখন আমি চেয়ারম্যান ছিলাম না। তাহলে কিভাবে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় জবর দখল করলাম। ওই জমি আমি টাকার বিনিময়ে ক্রয় করি। বলা হয়েছে আমি বিএনপি থেকে এসেছি। আমার কোন সময় বিএনপিসহ কোন অংগ সংগঠনের সাথে জড়িত ছিলাম না।

একটি মহল আমার সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার লক্ষে এ মিথ্যা তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্তি করেছে। সিএনজি থেকে কোন চাঁদা নেইনি। এমনকি বালু থেকে কোন টাকা নেইনি। গত ২৩ অক্টোবর আমার বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সাটুরিয়া প্রেস ক্লাবের সভপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা খান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন