সাটুরিয়ায় সেবা মানব কল্যাণ কেন্দ্রের সংবাদ সম্মেলন

সাটুরিয়া প্রতিনিধি, ২২ জুলাই:

সেবা মানব কল্যাণ কেন্দ্র নামে একটি সামাজিক সংগঠন বুধবার বিকালে সাটুরিয়া উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে এক সংবাদ সম্মেলণ করেছেন।

সংস্থাটি উপজেলার বরাইদ ও দিঘুলিয়া ইউনিয়নে ২২৫টি স্যালো টিউবওয়েল স্থাপনের জন্য এ সংবাদ সম্মেলণের আয়োজন করে।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

এসময় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সাবিহা ফাতেমাতুজ- জোহরা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ (বাবু), সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিওলি আক্তারসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেবা মানব কল্যাণ কেন্দ্রের প্রোগ্রামার কোঅর্ডিনেটর শফিউল আলম ও হুমায়ন কবির।

সংবাদ সম্মেলনে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জুলাই ২০২০।

আরো পড়ুুন