সাটুরিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে সার বীজ ও ত্রান বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২০ সেপ্টেম্বর

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৭১ মেকানাইজড ব্রিগেড এর উদ্যোগে মানিকগঞ্জে দুস্থ্য কৃষকদের মাঝে সার, বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে সাটুরিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষকের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় বক্ত্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সেনাবাহিনীর ১৫-ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, সাটুরিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মেজর ফেরদৌস হোসেন ভ‚ইয়া।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাজাহান আলী বিশ^াস, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ – জোহরা, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিনউদ্দিন খান, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমানসহ আরও অনেকে।

এর আগে দুঃস্থ সেনা মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মান কর্মসূচীর আওতায় একটি ঘরের চাবি মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী জানে আলম কে বুঝিয়ে দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন