সাটুরিয়া প্রতিনিধি, ২ জুলাই:
সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ব্রেইন ক্যান্সার রোগে ভোগছিলেন।
রফিকুল ইসলাম রফিক সাটুরিয়া উপজেলার হরগজ নয়া পাড়া গ্রামের সুলতান উদ্দিনের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
তিনি সাটুরিয়া যুবলীগের সাবেক সভাপতি ছাড়াও দরগ্রাম ভিকু মেমোরিয়াল কলেজের সাবেক জিএস এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ জুলাই ২০২১।