মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ ডিসেম্বর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা হয়।
সভায় বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইফামার মাস্টার ট্রেইনার আশরাফুল আলম, ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, মডেল কেয়ারটেকার মাওলানা হাবিবুল্লাহ এবং কেয়ারটেকার মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন- শান্তির ধর্ম ইসলাম কখনই সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। সন্ত্রাসের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে ইতোমধ্যেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। বর্তমানে সমাজের প্রতিটি স্তর থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।
এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শতাধিক শিক্ষক, শিক্ষিকা আলোচনা সভায় অংশ নেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ ডিসেম্বর ২০২০।